۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
সিরিয়ায় মার্কিন হামলা ধামাচাপা
সিরিয়ায় মার্কিন হামলা ধামাচাপা

হাওজা / ২০১৯ সালে সিরিয়ার বাঘুজ শহরে মার্কিন বিমান হামলায় নিহত হয় ৬৪ বেসামরিক ব্যক্তি। একইসঙ্গে ১৬ জন আইএস জঙ্গিও নিহত হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে সিরিয়ার বাঘুজ শহরে মার্কিন বিমান হামলায় নিহত হয় ৬৪ বেসামরিক ব্যক্তি। একইসঙ্গে ১৬ জন আইএস জঙ্গিও নিহত হয়। এতদিন এসব তথ্য ধামাচাপা দিয়ে রাখা হয়। এই সপ্তাহেই কর্মকর্তারা এসব স্বীকার করেছেন।

কীভাবে সেই হামলা চালানো হয়েছিল তা তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ১৮ মার্চ চালানো হয় সেই হামলা। এটা ছিল আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি।

একটি বড় দলের উপর মার্কিন জেট বিমান তিনটি বোমা ফেলেছিল। তখন ড্রোন ফুটেজে বেসামরিক লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছিল। সিরিয়ায় মার্কিন বিশেষ অপারেশন ইউনিট এই হামলার নির্দেশ দিয়েছিল।

কমান্ডাররা হামলার পরপরই প্রকাশ হওয়া শঙ্কাকে উপেক্ষা করেছিলেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইনস্পেক্টর জেনারেল এই ঘটনার তদন্তেও নেমেছিল। কিন্তু কমান্ডাররা ওই হামলার ঘটনা বেমালুম চেপে যান।

تبصرہ ارسال

You are replying to: .